ঢাবি প্রতিনিধি :মূল্যবোধের অভাবেই শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শনিবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ অণুজীব বিজ্ঞানী সমিতির ৩০তম বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি। একথা বলেন।
সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর জঙ্গিবাদে সংযুক্ত হওয়ার ঘটনা উল্লেখ করে উপাচার্য বলেন, মূল্যবোধের অভাবেই সে এ ধরণের ঘৃণ্য তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে। তিনি শ্রেণিকক্ষে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
‘টেকসই উন্নয়নে অণুজীব বিজ্ঞান শিক্ষা ও গবেষণা’ প্রতিপাদ্য ধারন করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ৩০তম কনফারেন্স অরগানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মুজিবুর রহমান। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক বিশেষ অতিথি এবং এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এবিএম জামাল উদ্দিন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: মাহফুজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আনিছুর রহমান খান ও আয়োজক কমিটির সম্পাদক অধ্যাপক হুমায়রা আখতার অনুষ্ঠানে বক্তৃতা করেন।