‘মুসলমান হওয়ার পর থেকে নামাজ পড়ি, রোজা রাখি’

বিনোদন ডেস্ক :শাকিব খানকে বিয়ে করে মুসলমান হয়ে নতুন নাম হয়েছে অপু ইসলাম খান। আর মুসলমান হওয়ার পর থেকেই নিয়মিতরোজা রাখছেন, নামাজও পড়ছেন। কেউ তাকে নামাজ পড়া শেখায়নি। নিজে নিজেই বই পড়ে নামাজ শিখেছে অপু।

অপু জানান, ‘২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরের বছর থেকে প্রতি রমজানে আমি রোজা রাখি, নামাজ পড়ি। শাকিবও রোজা রাখে। তার কাছ থেকে রোজা রাখার উৎসাহ পেয়েছি। তবে তখন তো গোপনে রোজা রাখতাম। এখন প্রকাশ্যে রোজা রাখছি। কারণ এর আগে কেউ জানত না যে বিয়ের কারণে আমি মুসলমান হয়েছি। ২০১০ সাল থেকে নামাজও পড়তে শুরু করেছি।’