বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই অ্যায় দিল হ্যায় মুশকিলসিনেমাটি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। এমনকি সিনেমা চললে প্রেক্ষাগৃহ ভেঙেদেওয়ার হুমকি দিয়েছিল তারা।অবশেষে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটির মুক্তিতে আর বাধা দেবে না সংগঠনটি। আজ (শনিবার) এমনটাই জানিয়েছে এমএনএস।সম্প্রতি এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার পরিচালক করণ জোহর মিলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে আলোচনার পর এই ঘোষণা দিল তারা। এর আগে গত সেপ্টেম্বরে কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার সময় বেঁধে দিয়েছিল এমএনএস। এ ছাড়া ফাওয়াদ খানকে অ্যায় দিল হ্যায় মুশকিলসিনেমা থেকে বাদ দেওয়ার দাবি জানায় তারা।অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খানসহ অনেকে। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
মুশকিল এড়াল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’

October 22, 2016