মুন্সীগঞ্জে স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম

একাত্তরলাইভডেস্ক: মুন্সীগঞ্জের সিরাইদী খান এলাকার চরমধ্যমে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওই ছাত্রীর নাম তাহমিনা জাহান আঁখি (১৭)।মঙ্গলবার বিকেলে স্কুলে টেস্ট পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে তাকে তার বাড়ির সামনে হাত-পা বেঁধে কুপিয়ে জখম করা হয়।আঁখির বড় ভাই মোহাম্মদ জসিম জানান, বিকেল ৫টার দিকে আঁখি টেস্ট পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিল। এ সময় কয়েকজন মিলে তার হাত-পা বেঁধে কুপিয়ে জখম করে। জখম অবস্থায় তাকে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।তিনি বলেন, মাথা, হাত ও পা মারাত্মক জখম হয়েছে। অচেতন অবস্থায় আঁখিকে ঢাকায় নিয়ে এসেছেন। এখন তাকে হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।আঁখি এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার বাবার নাম তফিজ উদ্দীন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।