মুন্সীগঞ্জে এক যুবকে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়েনে পুর্ব-শত্রুতামূলক মো. সোহেল (২২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৫ মে) রাত সোয়া ১টার দিকে হোসেন্দি এলাকার ব্রাক অফিসের কাছ থেকে টহল পুলিশ ডিস মিস্ত্রির সোহেলকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গজারিয়া থানার তদন্ত ওসি মো. হেলাল জানান, রাতে টহল পুলিশ রাস্তার পাশে পরে থাকা অবস্থায় টেংগারচরের খাড়াকান্দি গ্রামের মো. নাছিরের ছেলে সোহেলকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে অপরাধীদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে এ পর্যন্ত যতটুকু জেনেছি, গতকাল সোহেল তার শশুরবাড়ি মিরপুর ১ নম্বরে অবস্থান করছিল। তবে রাতে ৪/৫ জন তাকে ঢাকা থেকে গজারিয়া নিয়ে আসে। হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যাকরে রাস্তার পাশে ফেলে রেখে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো পক্রিয়া চলছে।