মুন্সিগঞ্জে পাথর বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সরকারি হরেগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রবাসের সামনে দাড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাক থেকে সাড়ে ৯’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। আজ শনিবার ভোরে এসব ফেনসিডির উদ্ধার করা হয়।
সদর থানার এসআই মো. ইমাম হোসেন জানান, ভোরে মুন্সীগঞ্জের সরকারি হরেগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রবাসের সামনে ঢাকা মেট্রো-ট-১৩-০৮৬০ নাম্বারের গাড়ীর পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ট্রাকটিতে তল্লাশি করলে পাথরের নিচে চাপা দেওয়া অবস্থায় চটের বস্তা থেকে সাড়ে ৯’শ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানা ওসি মো. ইউনুস আলী জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ট্রাক ও জব্দকৃত ফেনসিডিল পুলিশের হেফাজতে রয়েছে।