একাত্তরলাইভ ডেস্ক : নসিমন চালককে পিটিয়ে আহত করার ঘটনায় আটক সোনারগাঁও পৌর মেয়র সাদেকুর রহমান ছাড়া পেয়েছেন। ভিকটিমের অভিযোগ না থাকায় ও অভিযুক্তের বয়স ও অসুস্থতা বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম আটকের পর ছাড়া পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে থানায় আনার পর বিকেল ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ‘নসিমন চালককে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। কিন্তু নসিমন চালক জামাল উদ্দিন বা তার পরিবার অভিযোগ না দেওয়ায়, সমঝোতা হওয়ায় এবং বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
শনিবার বিকেলে সোনারগাঁও জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই নসিমনের সঙ্গে সাদেকুর রহমানের গাড়ির ধাক্কা লাগে। এসময় গাড়িটির এক পাশে দাগ পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে সাদেকুর নসিমন চালকককে লাঠি দিয়ে মারতে শুরু করেন। চালক জামাল অপরাধ স্বীকার করে মেয়রের পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি। দফায় দফায় তাকে পেটান মেয়র। মেয়রের সমর্থকরাও তাকে মারধর করে গাড়িসহ আটকে রাখে।
ঘটনাটি এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভাইরাল হয়।
মেয়র সাদেকুর বলেন, ‘আমি আমার গাড়িটা খুব যত্ন করে রাখি। ওই ছেলে দ্রুতগতিতে এসে বাঁশবোঝাই নসিমন লাগিয়ে আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে ফেলে। তাই ক্ষোভে হাতের লাঠি দিয়ে কয়েকটি আঘাত করি। কিন্তু সেটা আমি ভুল করেছি। তাই পরে ক্ষমা চেয়ে ওই ছেলেকে ছেড়ে দিই।’ (ফাইল ছবি)