মুক্তির অপেক্ষায় হারামখোর

বিনোদন ডেস্ক
সব বাধা কাটিয়ে এখন মুক্তির অপেক্ষায় ‘হারামখোর’। সেন্সর বোর্ডের বাধায় চলতি বছরে পর্দায় আসেনি ছবিটি। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শ্লোক শর্মার ছবিটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হারামখোর’-এর ট্রেলার। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এতে এক স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। আর তার বিপরীতে রয়েছেন শ্বেতা ত্রিপাঠী।