মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিনের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

একাত্তরলাইভডেস্ক: মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।সোমবার সকাল সোয়া ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।পরে হেমায়েত উদ্দিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন, গণপূর্ত সচিব শহীদুল্লাহ খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের এমডি মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।এ ছাড়া ঢাকাস্থ কোটালিপাড়া সমিতি, মুক্তিযোদ্ধা জাদুঘর, কোটালীপাড়া যুব সমিতি, মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কোটালীপাড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে কোটালীপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকেল ৪টায় হেমায়েত বাহিনী জাদুঘর সংলগ্ন মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী জাদুঘর চত্বরে তাকে সমাহিত করা হবে।শনিবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হেমায়েত উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই স্ত্রী, ১১ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।