ময়মনসিংহ প্রতিনিধি: জেলার মুক্তাগাছায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । দন্ডপ্রাপ্ত হাসান হাফিজুর রহমান(৪৭) ময়মনসিংহ কোতোয়ালী থানার বাগের কান্দার বাসিন্দা ।
রবিবার বেলা সোয়া ৩ টার দিকে এ কারাদন্ডের রায় ঘোষণা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুক্তাগাছা সহকারী কমিশনার (ভূমি) নমিতা দে ।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) ওসি অপারেশন মোঃ কাইয়ুম জানান, রবিবার বেলা পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে হাসান হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয় ।
পরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় ।