মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ঢাকার

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ৬ জেলে আহতের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষীয়) কামরুল আহসান মিয়ানমার রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে ডেকে এ প্রতিবাদ জানান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্বে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মিয়ানমারের নৌবাহিনী। এতে ছয় জেলে গুলিবিদ্ধ হন।