জাকির হোসেন সুমন , ইতালী :
ইতালির মিলানে মিলান সেন্ট্রাল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষার্থীর মধ্যে কোর্ আন তেলাওয়াত প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার মিলান মুসলিম সেন্টার জামে মসজিদে সৈয়দ হোসাইন জসিম এর সভাপতিত্বে, সেন্ট্রাল একাডেমির অধ্যক্ষ মাওলানা গাউসুর রহমান এর পরিচালনায় পবিত্র কোর্ আন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম প্রকাশ করেন একাডেমির অধ্যক্ষ মাওলানা গাউসুর রহমান।
একাডেমির শিক্ষক হাফিজ সুরুজ হোসেন,মোহাম্মদ পিয়ার আলী,মোহাম্মদ দিদারুল আলম ও নাসির উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এই একাডেমির অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সনদপত্র ও পুরস্কার তুলে দেন একাডেমির শিক্ষকবৃন্দ,মুসলিম সেন্টার মসজিদের নেতৃবৃন্দ সহ অভিবাবক ও কমিউনিটির নেতৃবৃন্দরা।
উল্লেখ যে ,প্রবাসী শিশু কিশোরদের ইসলামিক শিক্ষা প্রদানে ২০১৫ সালে মিলান সেন্ট্রাল একাডেমির যাত্রা শুরু হয়। প্রায় ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৭৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। একাডেমির অধ্যক্ষ মাওলানা গাউসুর রহমান জানান,একাডেমির অধীনে ৪ টি শ্রেণীতে ৩ ভাগে একাডেমির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।শ্রেণী গুলো কোরআন শরীফ,আমি পাড়া এবং ২ টি ভাগে ইসলামিক কায়দা। এর মধ্যে বাংলা , তাজবিদ সহকারে কোরআন পড়ানো ও ইসলামিক শিক্ষা প্রদান করা হয়।
৫ জন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে প্রবাসে বসবাস করে ও প্রবাসীদের ছেলে মেয়েদের কে ইসলামিক কালচার ও ইসলামিক শিক্ষা দিয়ে আসছে এই একাডেমি।