মিলানে মৌলভীবাজার জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাকির হোসেন সুমন ,  ইতালি  :
ইতালির মিলানে সিলেট বিভাগের ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার চারটি উপজেলার প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশন মিলান এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় শাহজালাল জামে মসজিদে ইফতার পূর্বে রমাদানের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন মসজিদের ইমাম।ইফতার পূর্বে আগত মুসল্লিদের স্বাগত জানিয়ে মৌলভীবাজার জেলা সমিতির উপদেষ্টা শামসুল ইসলাম চৌধুরী,সভাপতি নাজলুম হোসেন ,সাধারণ সম্পাদক কামালhosen ও সাংবাদিক কমরেড খন্দকার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ইফতার ও দোয়া মাহফিলে মিলানের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশী ছাড়াও প্রচুর বিদেশিদের উপস্থিত ছিল ইফতার মাহফিলে। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।