মিলানে মাদারীপুর জেলাবাসীর আয়োজনে জাকজমকপূর্ণ বৈশাখী অনুষ্ঠান সম্পন্ন

জাকির হোসেন সুমন , ইতালি  :
ইতালির মিলানে বৃহত্তর মাদারীপুর জেলাবাসীর আয়োজনে প্রতিবছরের ন্যায় এই বছর ১১ তম পয়েলা বৈশাখ আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় পাদোভা পার্কে দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দুপুরে বৈশাখী সাজে ভেপু বাঁশি বাজিয়ে পাদোভার মূল সড়ক প্রদক্ষিণ শেষে পার্কে এসে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল রেজিনা আহমেদ কে জেলাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলাবাসী। বৈশাখীর ঐতিহ্য পান্তা ইলিশ দিয়ে বৈশাখী খাবার শুরু হয়।

খাবার শেষে ছেলে মেয়েদের  নানান খেলাধুলা এবং বৈশাখী লটারি অনুষ্ঠিত হয়। পরিশেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। অনুষ্ঠানে আগত প্রবাসীরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং জেলাবাসীকে ধারাবাহিকভাবে এই আয়োজনকে অব্যাহত রাখার আহ্বান করেন।

অনুষ্ঠানে মিলানের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।