মিলানে তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

জাকির হোসেন সুমন,প্রতিনিধি ইতালি:

ইতালির মিলানে বাংলাদেশ থেকে ইতালিতে স্টুডেন্ট হিসাবে এসে মিলানের বিকোক্কা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করায় স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে   সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম এর সভাপতিত্বে ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব হানিফ পাঠুয়ারী,নোয়াখালী সমিতির সাবেক সভাপতি হারুন উর রশিদ,বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আনোয়ার বেপারী

,বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন,বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহ আলম,শিক্ষানুরাগী আশরাফ আহমেদ,নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব,নোয়াখালী সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

কৃতি তিন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ড জামাল উদ্দিন ও মেহেরুন্নেছা লাকি সম্মাননা অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। একজন শিক্ষার্থী বর্তমানে দেশে অবস্থান করছেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদেরকে সাংবাদিক,স্টুডেন্ট এবং কমিউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।