মিলানে চলছে নোয়াখালী সমিতি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, প্রবাসে দেশের আমেজ

জাকির হোসেন সুমন ,  ইতালী  :
ইতালির মিলানে আসন্ন বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচন ১১ ডিসেম্বর রবিবার। আর মাত্র ২ দিন। কালকেই নির্বাচনের প্রচারণার শেষ দিন। প্রচারণায় প্রার্থীদের পাশাপাশি নোয়াখালী প্রবাসীদের মধ্যে নির্বাচনী আমেজ লক্ষণীয়। সকলেই আশা করছেন রবিবার সুষ্ঠ  সুন্দর শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা প্রচারণায় ভিন্ন ভিন্ন ভাবে নিজ নিজ পদের জন্য ভোট প্রদানের জন্য ভোটারকে অনুরুধ করছেন।
শুক্রবার নির্বাচনী সভার অংশ হিসাবে সভাপতি প্রার্থী সালাউদ্দিন এর পক্ষে নির্বাচনী সভা  পামাগোস্তা ও মাচাকিনি তে অনুষ্ঠিত হয়েছে। মাহবুবুল হক  সভাপতিত্বে শহিদুল কবীর ফারুক এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন  নোয়াখালী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম ,মাহছুম হাওলাদার মিলন ,মো: শফিউল্লাহ আনোয়ার ,মো:শিপন রহমান,সানাউল্লাহ অমিত,আলাউদ্দীন আলো,নজরুল ইসলাম ,মো: রাহাত হোসেন মো: রিবাত হোসেন,আবদুল্লাহ আল মামুন,হাবীবুর রহমান, রকিবুল হক।
প্রার্থীদের মধ্যে সভাপতি প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন ও প্রচার সম্পাদক এনামুল হক  রিমন সকলের কাছে ভোট ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন।