মিরাজে মুগ্ধ বয়কট

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টে একাই ১২ উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার। আর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজেই দুই ম্যাচে ১৯ উইকেট পাওয়া মিরাজে মুগ্ধ দলটির প্রাক্তন ওপেনার জিওফ বয়কট।প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ইংল্যান্ডের টেস্ট হার যদিও বয়কটকে অবাক করেনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে, তাতে এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।ঢাকা টেস্টে ইংল্যান্ডের হার নিয়ে বয়কট বলেছেন, ‘টেস্টটা ইংল্যান্ডের হারা উচিত হয়নি। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখবেন, তারা উঠে আসছে। সুতরাং, একদিন না একদিন এটা (বড় দলগুলোকে টেস্টে হারানো) হওয়ারই ছিল।’মিরাজের প্রশংসায় প্রাক্তন ইংলিশ ওপেনার বলেছেন, ‘মেহেদীর মধ্যে বাংলাদেশ দারুণ একজন স্ট্রাইক বোলার পেয়ে গেছে। সে যদি এভাবে আমাদের বিস্মিত করতে থাকে, সেটা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার হবে। তার মতো তরুণ প্রতিভা আমাদের দরকার।’ বাংলাদেশ সিরিজ শেষ করেই ভারতে গেছে ইংল্যান্ড দল। সেখানে বুধবার থেকে শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। অ্যালিস্টার কুকরা বাংলাদেশের মতো ভারতেও স্পিনে নাস্তানাবুদ হবে বলে মনে করছে অনেক। তবে বয়কট তেমনটা মনে করেন না, বরং বাংলাদেশের অভিজ্ঞতা ইংল্যান্ডকে ভারতে ভালো খেলতে সাহায্য করবে বলে বিশ্বাস তার। তাছাড়া ইনজুরির কারণে ভারতীয় দলে নেই রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। এটিও ইংল্যান্ডের জন্য ভালো দিক হিসেবে দেখছেন বয়কট, ‘বাংলাদেশে বেশ ভালো সময় কাটিয়েছে ইংল্যান্ড। সুতরাং, ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা তাদের জন্য কঠিন হবে না। বাংলাদেশের অভিজ্ঞতা ইংল্যান্ডকে ভারতে ভালো খেলতে সাহায্য করবে। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ইনজুরিও ইংল্যান্ডকে সাহায্য করবে।’

তথ্যসূত্র: মিড ডে।