মিরপুর টেস্ট ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে রাজ্জাক

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। শেষপর্যন্ত রানবন্যায় ভেসে গিয়ে ম্যাচটি ড্র হয়েছিল। তবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ চট্টগ্রামের মত ব্যাটিংবান্ধব হবে না তা ধরা পড়েছে দুই দলের অধিনায়কেরই চোখে। তবুও বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে চার বছর পর বাংলাদেশের টেস্ট দলে ফিরছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। এক টেস্ট পর সাব্বির রহমানও দলে ফিরেছেন।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবদুর রাজ্জাক।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, আকিলা দনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা।