নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর এলাকা থেকে জঙ্গি সংগঠন জেএমবির (মূল ধারার) ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)ইউনিট। এই গ্রুপটি দেশে ব্লগার-অনলাইন এক্টিভিস্ট হত্যার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
পুরাতন জেএমবির এই গ্রুপটি গ্রেফতার হওয়া মাওলানা সাইদুর রহমানের অনুসারী। পুলিশের দাবি, এই গ্রুপটি দেশে ব্লগার-অনলাইন এক্টিভিস্ট হত্যার সঙ্গে জড়িত।