ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজীর জি.এম.হাট বশিকপুর গ্রামে মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মা ফাতেমা আক্তার সাথি (২৪) ও মেয়ে ইসমা (৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলগাজী উপজেলার জি.এম.হাট ইউনিয়নের বশিকপুর গ্রামে মনির হোসেনের স্বামী পরিত্যক্তা মেয়ে ফাতেমা আক্তার সাথি ও নাতনি ইসমা তাদের বাড়িতে বসবাস করেন।
বুধবার বিকেলে তাদের দুইজনকে বাড়িতে রেখে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে গেলে রাতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ পায়। এসময় দরজা খুলে ভিতরে ঢুকলে তাদের জবাই করা অবস্থায় দেখতে পায় তারা। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফুলগাজী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ফাতেমা আক্তারকে জবাই করে হত্যা করেছে এবং মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত ঘটনার তদন্তে জানা যাবে।