।
জাকির হোসেন সুমন, ইতালী : বিশ্ব শ্রমিকদের অান্দোলনের মাস মহান মে’ কেন্দ্র করে বারী বিএনপির অায়োজনে অালোচনা সভায় যোগ দান করার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (কেন্দ্রীয় বিএনপি) অান্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বারী এয়ারপোর্টে পৌছলে তাকে বারী বিএনপি’র সভপাতি খলিলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক অাক্তারুজ্জামান মেহেদীর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও ইতালী বিএনপির সভাপতি অাব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন সহ ইতালী বিএনপির নেতৃবৃন্দ এবং মিলান বিএনপি, নাপলী বিএনপি, ভেনিস বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মাহিদুর বলেন, জাতীয়তাবাদী নেতাকর্মীরা এক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অধিকার অান্দোলনের মাসে দেশের গনতন্ত্র ও সাধারন মানুষের অধিকার অাদায়ে সোচ্চার হতে সবাইকে এগিয়ে অাসতে হবে।
অাজ ১৫ মে বিকালে বারীস্থ একটি হলে অালোচনা সভায় অারও উপস্থিত থাকবেন বারী মেয়র ও মিউনিসিপাল প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।