মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আ স ম হান্নান শাহ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়াচালা গ্রামের নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।এর আগে বিকেল ৫টায় বাড়ির আঙিনায় হান্নান শাহর সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।এ ছাড়া গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে সকাল ৯টা ২০ মিনিটে ও কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় এবং নিজ গ্রাম ঘাগটিয়াচালা উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। এখানে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।হান্নান শাহের জানাজায় বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় কর্মীরাসহ সর্বস্তরের মানুষ শরিক হন। ভাওয়াল রাজবাড়ি মাঠ, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং ঘাগটিয়াচালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা ছিল পূর্বঘোষিত। পরে গ্রামবাসীর অনুরোধে বাড়ির আঙিনায় শেষবারের মতো তার জানাজা অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের রাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। বুধবার (২৮ সেপ্টেম্বর) তার মরদেহ বাংলাদেশে আনা হয়। মৃত্যুকালে হান্নান শাহ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় ছেলে শাহ রেজাউল হান্নান ও ছোট ছেলে রিয়াজুল হান্নান। তারা দুজনই ব্যবসায়ী।