আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে ১০ বাংলাদেশিসহ ৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন পেনাং বাটারওর্থ আদালত।
গ্রেফতারকৃত অবৈধ অভিবাসীদের মঙ্গলবার আদালতে তোলা হলে, তাদেরকে এক থেকে ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়। খবর স্টার অনলাইন
বৈধ কাগজপত্র না থাকায় গতমাসে মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক প্রবাসীকে গ্রেফতার করে পুলিশ।
দণ্ড পাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, ভিয়েতনাম ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন।
মালয়েশীয় সরকারের এমন ধর-পাকড়ের ঘটনায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।