নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মালিবাগে সাত্তার মণ্ডল (৪৫) নামে এক ব্যববসায়ীকে তার বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালের কোনো এক সময়ে মালিবাগ পাবনা কলোনির একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।
সাত্তার মণ্ডলকে হত্যার পর দুর্বৃত্তরা তার বাসার মালামাল লুটে নিয়ে যায় বলেও জানায় পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক সাত্তারকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবকদের একজনের বরাত দিয়ে তিনি জানান, সাত্তারের স্ত্রী-সন্তানরা শুক্রবার সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রামের বাড়ি যায়। তাই হত্যাকাণ্ডের সময় সাত্তার বাসায় একাই ছিলেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বাসার মালামাল নিয়ে যায়।
এএসআই বাবুল আরও জানান, সাত্তারের সাত্তারের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।