একাত্তরলাইভডেস্ক: সমকামিতা বন্ধ করার লক্ষ্যে ভিডিও বানাতে তরুণদের উৎসাহিত করছে মালয়েশিয়ার সরকার। এজন্যে নগদ অর্থ পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রতিযোগিতার আহবান জানানো হয়। বলা হয় যে ‘লিঙ্গ বিভ্রান্তি’ ঠেকাতে যে ভিডিওটি সবচেয়ে বেশি ভালো হবে তার নির্মাতাকে ১,০০০ ডলার পুরস্কার দেওয়া হবে।
ওয়েবসাইটে এই ভিডিওতে কিছু কিছু বিষয় তুলে ধরতে বলা হয়েছে। যেমন সমকামিতা কিভাবে ঠেকানো যায়, নিয়ন্ত্রণ করা যায়, এর পরিণতি কি হতে পারে এবং এবিষয়ে কিভাবে সাহায্য পাওয়া যেতে পারে ইত্যাদি ইত্যাদি।
সরকার বলছে, ১৩ থেকে ২৪ বছর বয়সী যে কেউই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সমকামীদের বিভিন্ন গ্রুপ সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে। এই প্রতিযোগিতা শেষ হবে অগাস্ট মাসের শেষে। আছে তিনটি ক্যাটাগরি- লিঙ্গ বিভ্রান্তি, যৌনতা এবং যৌনতা ও ইন্টারনেট।
ভিডিও বানানোর সময় সমকামী নারী পুরুষ, ট্রান্সজেন্ডার এবং টমবয়দের দিকে দৃষ্টি দেওয়া কথাও বলা হয়েছে। সমকামিতার বিষয় থাকার কারণে বিউটি এন্ড দ্য বিস্ট মুক্তির অনুমতি দেয়নি মালয়েশিয়ার সরকার
সমকামী একটি গ্রুপের একজন নেতা পাঙ্খ খে টেক বলেছেন, সবকিছু দেখে মনে হচ্ছে সরকার খুব বিভ্রান্ত। এটা খুবই মজার ব্যাপার যে সরকার এখন গোটা দেশকেই এই বিভ্রান্তির ভেতরে ডোবাতে চাইছে।
ট্রান্সজেন্ডার গ্রুপের একজন নেতা নিশা আইয়ুব বলেন, আমি খুব হতবাক হয়েছি। এতে বৈষম্য, ঘৃণা এমনকি সংখ্যালঘুদের প্রতি সহিংসতাকেও উৎসাহ দেওয়া হচ্ছে। মালয়েশিয়া সব ধরনের আইনে সমকামিতা নিষিদ্ধ। এর ফলে কারাদণ্ডও হতে পারে।
গত মার্চ মাসে দেশটিতে বিউটি এন্ড দ্য বিস্ট ছবির মুক্তিও স্থগিত রাখা হয়েছিলো কারণ ছবিটিতে সমকামিতার কিছু বিষয় রয়েছে। মালয়েশিয়ার সেন্সর বোর্ডের আপত্তি স্বত্বেও ছবির নির্মাতা প্রতিষ্ঠান ডিজনি ওই অংশটুকু বাদ দিতে রাজি হয়নি।