মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ার জলসীমানায়

অনলাইন ডেস্ক: একটি মার্কিন সাবমেরিন পাঠানো হয়েছে দক্ষিণ কোরিয়াতে যখন উত্তর কোরিয়া আরও একটি মিসাইল পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিসাইল সজ্জিত ইউএসএস মিশিগান সাবমেরিনটি কোরীয় উপদ্বীপের দিকে আসতে থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন নৌবহরের সঙ্গে যোগ দেবে বলে জানা গেছে।

মঙ্গলবার উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগে বেশ কয়েকবার মিসাইল পরীক্ষা করে দেশটি দিবসটির প্রাক-উদযাপন করে।

ইউএসএস মিশিগান সাবমেরিনটিতে ১৫৪টি টমাহক ক্রুজ মিসাইল, ৬০ জন প্রশিক্ষিত সেনা ও কয়েকজন মিনি-সাব ক্রু রয়েছেন বলে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চোসুন ইলবো জানিয়েছে।

এই সাবমেরিনটি কার্ল ভিনসন নৌবহরের সঙ্গে একটি সামরিক মহড়ায় অংশ নিবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া রোববার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যে যেকোন সময়  মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হবে।

এর আগে মার্কিন নৌবহর কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরীয় উপদ্বীপের দিকে পাঠালে এতে জাপানের নৌসেনা যোগ দেয়ার খরের পর রোববার এই হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া।