অান্তর্জাতিকডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক গণনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থানে থাকলেও সময় গড়ানোর সাথে সাথে হিলারির পক্ষেও ফলাফল শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে। পূর্বাঞ্চলীয় বেশিরভাগ রাজ্যগুলোতে ভোট গ্রহণ শেষ হয়েছে।এ পর্যন্ত ৩৪ অঙ্গরাজ্যের প্রথমিক ফলাফলে ১৪টিতে হিলারি, ২০টিতে ট্রাম্প জয় পেয়েছেন। প্রেসিডেন্ট হতে ইলেক্ট্রোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টিতে জয় পেতে হবে প্রার্থীকে। ইলেক্টোরাল ভোটের মধ্যে ৪৪১টির ফলাফল জানা গেছে। এর মধ্যে হিলারি পেয়েছেন ২০৯টি এবং ট্রাম্প পেয়েছেন ২৩২টি।দুই প্রার্থীই নিউইয়র্কে থেকে ফলাফল পর্যবেক্ষণ করবেন। দিনভর অনেক সংখ্যক ভোটারের উপস্থিতির খবর পাওয়া গেছে এবার পোলিং বুথ গুলোতে।স্থানীয় সময় সন্ধা সাতটায় বন্ধ হয়ে গেছে দেশটির পূর্বাঞ্চলীয় কেন্দ্রগুলো আর পশ্চিম অঞ্চলের ভোটকেন্দ্র বন্ধ হয়ে যাবার পর স্থানীয় সময় মধ্যরাতের মধ্যেই ফলাফল টের পাওয়া যাবে মনে ধারনা করা হচ্ছে।
মার্কিন নির্বাচন : গণনা শুরু
November 9, 2016