একাত্তরলাইভডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিভাবকের ফেলে যাওয়া দুই মাথা ও চার হাতের নবজাতক মারা গেছে।বুধবার দিনগত রাতে সে ইনকিউবেটরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনূর ইসলাম।তিনি বলেন, শিশুটি গত রাতে মারা গেছে। লাশ মর্গে রাখা হয়েছে। যেহেতু শিশুটির পরিচয় আমাদের জানা নেই, সেহেতু লাশ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।এর আগে গত শুক্রবার রাত ১২টার দিকে অজ্ঞাত ওই নবজাতককে কয়েকজন লোক হাসপাতালে নিয়ে আসেন। শিশুটিকে তারা শিশু সার্জারি বিভাগে ভর্তি করে রাত দুইটার দিকে চলে যান। এরপর তারা আর হাসপাতালে আসেননি। নবজাতকের নাম এবং অভিভাবকেরা ভর্তির সময় তাদের নাম উল্লেখ না করায়, তার পরিচয় ‘অজ্ঞাত’ হিসেবে ভর্তি রোগীর তালিকায় লেখা হয়েছিল। শিশুটি কবে, কোথায় জন্মগ্রহণ করেছে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি।শিশুটির দুইটি মাথা, চারটি হাত, দুইটি পা, একটি পায়ুপথ ও একটি পুরুষাঙ্গ ছিল।
মারা গেল দুই মাথার সেই শিশু

October 20, 2016