মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি :নড়াইলে মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলজার হোসেন খান (৭০) ও দাউদ শেখ (৬৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলজার হোসেন সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে এবং দাউদ শেখ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে মৃত নবীর শেখের ছেলে।

নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, গোলজার হোসেন ও দাউদ শেখের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতাবিরোধী ট্রাইব্যুনাল আদালতে মামলা রয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতা মামলাও রযেছে।