মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুজিত চ্যাটার্জি বাপ্পি’র নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

ফকির মোঃ মনিরুজ্জামান মনির , শিবচর:
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন। শুক্রবার বিকেলে শিবচরের একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি স্বেচ্ছায় এ ঘোষনা দেন। তার এ ঘোষনায় মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয় সংদস সদস্য নূর-ই-আলম চেীধুরী তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং সাবেক হুইপ নূর-ই-আলম চৌধূরীর অনুরোধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান রেখে জেলা পষিদ নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষনা দিলাম। আমি এখন থেকে প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিয়াজদ্দিন খানের পক্ষে নির্বাচনে  প্রচারনার কাজে অংশগ্রহন করবো।