মাদারীপুর প্রতিনিধি:
গ্রাম্য দলাদলির জেরে মাদারীপুর কালকিনি উপজেলায় জুয়েল মৃধা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সে মাদারীপুরের পূর্ব এনায়েতনগর এলাকার মোহরোদ্দিরচর গ্রামের নান্না মৃধার ছেলে। নিহত জুয়েলের এক সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, ইচাগুড়া চৌরাস্তা বাজারে একটি রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার সময় প্রতিপক্ষ সিরাজ সর্দারসহ তার সঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। পরে রামদা দিয়ে জুয়েলকে কুপিয়ে হত্যা করে সিরাজের সাঙ্গপাঙ্গরা।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।