মাদক সেবন অবস্থায় সেনা সদস্যসহ গ্রেফতার ৬

লালমনিরহাট প্রতিনিধি :   লালমনিরহাটের হাতীবান্ধায় সেনা সদস্যসহ ৬ জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার সাব- রেজিস্ট্রি অফিসের পশ্চিমে এক পরিত্যাক্ত বাড়ি থেকে মাদক সেবনের সময় তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেন পুলিশ।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক নুর আলম বলেন, ওই এলাকায় কতিপয় যুবক মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুর রশিদের পূত্র আরমান হাসান (২২), দক্ষিণ গড্ডিমারী গ্রামের নুর ইসলামের পূত্র আনিচুর রহমান (৩০), নুরুল হকের পূত্র আলিমুল হাসান (২৫), ফজলুল হকের পূত্র ইবনে মিজান (২৯), লালমনিরহাট সদর উপজেলার তালুক খাটামারা এলাকার নুরল ইসলামের পূত্র সৈকত রায়হান সাগর (২৯), রংপুর সদর উপজেলার ভগিবালা পাড়া এলাকার জাহাঙ্গির হোসেনের পূত্র মারুফুল আলম মারুফ (২৩) কে আটক করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাসি করে ২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মারুফুল আলম মারুফ সেনা বাহিনী’র সদস্য বলে জানা গেছে।

তবে গ্রেফতারকৃতরা দাবী করেন, তারা মাদক সেবন করতে নয়, প্রচন্ড গরমের কারনে ওই এলাকায় কয়েক বন্ধু মিলে গল্প করছিল।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বলেন, তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।