আন্তর্জাতিক ডেস্ক : মাত্র কিছু সময় হাতে রয়েছে মার্কিন নির্বাচনের। ঠিক এ সময়ে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপের পাওয়া ফলে দেখা গেছে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের জেতার সম্ভাবনা শতকরা ৯০ শতাংশ।স্থানীয় সময় সোমবারের ওই জরিপের প্রকাশিত ফলে দেখা গেছে, গত সপ্তাহের মতই রয়েছে হিলারির অবস্থান। মঙ্গলবার ছয়-সাতটি রাজ্যে শ্বেতাঙ্গ, হিস্পানিক আর কৃষ্ণাঙ্গরা কত সংখ্যায় ভোটকেন্দ্রে আসেন, তার ওপর নির্ভর করছে ট্রাম্পের সম্ভাবনা।সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৪৫ শতাংশের সমর্থন রয়েছে হিলারির প্রতি, ট্রাম্পের প্রতি এ সমর্থন ৪২ শতাংশের।তবে ইলেক্ট্রোরালে বিপুলভাবে এগিয়ে রয়েছেন হিলারি। তিনি পেয়েছেন ৩০৩টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩৫টি। বিজয়ী হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।ট্রাম্পের জয় অনেকটা নির্ভর করছে ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যালোরিনা এবং ওহাইওর ওপর। ট্রাম্পকে জিততে হলে অবশ্যই বেশিরভাগ ভোট পেতে হবে ওই রাজ্যগুলোতে। ট্রাম্পের জয়ের জন্য শ্বেতাঙ্গদের বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে যাওয়াটা জরুরি।
মাত্র কিছু সময় মার্কিন নির্বাচনের : রয়টার্সের জরিপে হিলারির সম্ভাবনা ৯০ শতাংশ
November 8, 2016