মাতৃভূমির মাটিতে শায়িত হলেন নিউজিল্যান্ডে নিহত ফারুক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল নূর মসজিদে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে নারায়ণগঞ্জের বন্দর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে ওমর ফারুকের জানাজা হয় বন্দর উপজেলার সিরাজদৌলা মাঠে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ওমর ফারুকের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তার মরদেহ বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।

এদিকে আজ সকালে ওমর ফারুকের জানাজা শেষে তার বাড়িতে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি করপোরশেনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী। তিনি এ ঘটনাকে অনাকাঙ্খিত বলে উল্লেখ করেন। সেইসঙ্গে তাৎক্ষণিক ভূমিকা নেওয়ায় নিউজিল্যান্ড সরকারকেও ধন্যবাদ জানান মেয়র।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল নূর মসজিদে জুম্মার নামাজের সময় বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে ৫০ জন নিহত ও ৪৭ জন আহত হন। এ ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৫ জন। তাদের মধ্যে একজন ছিলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ওমর ফারুক।