খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিস দুই সন্ত্রাসী আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি টাক্কল দা ও একাধিক মোবাইল সিম উদ্ধার করে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছেন,খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান প্রকল্প এলাকার বরেন্দ্র চাকমার ছেলে সনাতন চাকমা ওরফে অর্জুন ( ৪৫) এবং মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকার জ্যোতিরময় চাকমার ছেলে এলিন চাকমা (২০)।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাপমারা ক্যাম্প কমান্ডার সেকেন্ড ল্যাফটেনেন্ট মো: উইদাদ ইসলাম নিলয়‘র নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ দলদলী মৌজার বীরেন্দ্র পাড়ার ধনী কৃষ্ণ কার্বারীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
মাটিরাঙ্গায় সেনা ও পুলিশে অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
