মহান বিজয় সম্মাননা পদক পেলেন রোটারিয়ান নাজমা আক্তার

কে. এম. রুবেল, ফরিদপুর:
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মহান বিজয় সম্মাননা পদক পেলেন বেসরকারী উন্নয়ন সংস্থা এগাজ এর নির্বাহী পরিচালক রোটারিয়ান নাজমা আক্তার। “আমরা কুড়িঁ” জাতীয় শিশু-কিশোর সংগঠন আয়োজিত “মহান বিজয় সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পদক বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল্লাহ। বুধবার রাতে শিল্পকলা একাডমীর সংগীত ও নৃত্যকলা বিভাগ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৬সালে দশের বিভিন্ন রোটারী ক্লাবের সদস্যদের মাঝে সংগঠনের জুড়িবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পেশায় বিশেষ অবদান রাখার জন্য ১৫ জন সফল ব্যক্তিত্বকে “মহান বিজয় সম্মাননা পদক-২০১৬” প্রদান করা হয়।