মসুলে আইএসের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। শহরের বাইরের ২০টি গ্রাম পুনরুদ্ধার করতে পেরেছে ইরাকি সেনাবাহিনী।মঙ্গলবার মসুলের বাইরে অবস্থানরত সামরিক বাহিনীর সদস্যদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলার সহযোগিতায় ইরাকের সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধারা মসুলের কাছাকাছি এলাকায় অবস্থান নিতে সক্ষম হয়েছে। আইএসের অবস্থানে আকাশে ধোঁয়ার কুন্ডুলি দেখা গেছে। তেল পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে আকাশ পথে মসুলে আক্রমণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।রয়টার্সের সাংবাদিক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, শহরের পূর্ব দিকে আইএসের মর্টারের গুলি ছোঁড়ার আওয়াজ পাওয়া গেছে। তবে কুর্দি যোদ্ধাদের পাল্টা হামলা চালাতে দেখা গেছে।ধারণা করা হচ্ছে মসুলে আইএসের ৪ থেকে ৮ হাজার যোদ্ধা অবস্থান করছে। তবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে ইরাকি সেনাবাহিনী, কুর্দি  ও সুন্নি গোষ্ঠীগুলোর ৩০ হাজার যোদ্ধা মাঠে নেমেছে। তাদের সহযোগিতায় লড়াইয়ে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স, ব্রিটেন, কানাডা ও অন্যান্য পশ্চিমা দেশের ৫ হাজার সেনা।সোমবার ভোরে আইএসের বিরুদ্ধে  মসুলে অভিযান শুরু করে ইরাকি সেনাবাহিনী ও কুর্দি পেশমেরগা বাহিনী।এর আগে ভোররাতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ অভিযানের ঘোষণা দেন।২০১৪ সালে মসুল আইএসের দখলে চলে যায়। ওই সময় এই শহরটি থেকেই ‘খিলাফত’ ঘোষণা করেছিল জঙ্গিগোষ্ঠীটির নেতা আবু বকর আল বাগদাদি।