একাত্তরলাইভ রিপোর্ট: নানা নাটকীয়তার শেষে বাতিল ঘোষণা করা হলো বিএনপির স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র। তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।
রবিবার (২ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশারের কার্যালয়ে মনোনয়ন যাছাই-বাছাই শেষে আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এর আগে আফরোজা আব্বাসের মনোনয়ন প্রায় তিনঘণ্টা স্থগিত রাখা হয়।
ঢাকা মহানগর রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে আফরোজা আব্বাসকে ঋণ খেলাপি হিসেবে অবহিত করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও অগ্রণী ব্যাংকে তিনি ঋণ খেলাপি। এছাড়া ঢাকা টেলিফোনেও তিনি দায়বদ্ধ। ডাচ বাংলা ব্যাংকেও গ্যারান্টর হিসেবে তিনি ঋণ ফেলাপি।’
এর পরিপ্রেক্ষিতে মির্জা আব্বাস বলেছিলেন, ‘উচ্চ আদালতের আদেশে এসব অভিযোগ স্থগিত রয়েছে।’ পরে রিটার্নিং অফিসার তাকে দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে লিখিত নিয়ে আসতে সময় দেন। এ সময়ের মধ্যে লিখিত আনতে না পারলে বাতিল ঘোষণা করা হয় আফরোজা আব্বাসের মনোনয়ন।
ঢাকা-৯ আসনের বর্তমান সাংসদ, আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী এবারও এ এলাকা থেকে নির্বাচন করবেন।