মধুখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০,বাড়ীঘরে হামলা

প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পশ্চিম পাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছে। নৌকায় ভোট প্রদান করার অপরাধে তাদের উপর এ হমলা করা হয়েছে বলে দাবী আহতদের পরিবার ও বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. খুরশিদ আলম মাসুমের (নৌকা)।
সোমবার বিকালে এ হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ।
হামলার শিকার পরিবারের সদস্যরা জানায়, রোববার ওই ইউনিয়নের নির্বাচন সুষ্ঠভাবে শেষ হলেও রাতে নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হওয়ার পর আওয়ামী সমর্থিতদের অনেকেই ডুমাইন বাজারে বিজয়ের আনন্দ প্রকাশে জড়ো হচ্ছিল। এসময় পরাজিত স্বতন্ত্র প্রার্থী শাহ্ আসাদুজ্জামান তপনের সমর্থকরা ক্ষুব্দ হয়ে লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ডুমাইন পশ্চিম পাড়ায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের বাড়ী ঘরে হামলা চালায়।
হামলায় অন্তত ১০জন আহত হয়। এছাড়া ৮/১০টি বাড়ীঘর ভাংচুর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে ডুমাইন বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডুমাইন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, সাজ্জাত শেক বক্তব্য রাখেন। সমাবেশ থেকে এ হামলায় ঘটনায় নিন্দা প্রকাশ করে সকলকে শান্তিপুর্ণভাবে বসবাস করার আহ্বান জানানো হয়। এসময় ফের হামলার চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষনাও দেয়া হয়।