বিনোদন ডেস্ক: : ঢাকাই চলচ্চিত্রের উঠতি চিত্রনায়িকা আরশিনা হোসাইন। এরই মধ্যে তার অভিনীত ‘সত্যিকারের মানুষ’ ও ‘বাজে ছেলে দ্য লোফার’ সিনেমা মুক্তি পেয়েছে। এবার প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। গতকাল সোমবার এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আরশি বলেন, ‘গতকাল একটি আইস ট্রে-এর বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। কাজটি ভালো হয়েছে। খুব শিগগির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটি প্রচার শুরু হবে।’
আরশি বর্তমানে ‘রোহিঙ্গা’ নামের সিনেমায় অভিনয় করছেন। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার কাজও প্রায় শেষের দিকে। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও শবনম শেহনাজ চৌধুরী।
আরশি অভিনীত ‘বাজে ছেলে দ্য লোফার’ ২০১৬ সালে মুক্তি পায়। সোহেল-বাবু পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়াও কয়েকটি সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে বলেও জানান আরশি।