মঙ্গলবার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে প্রতিবাদ করবে ডাক্তাররা

অনলাইন ডেস্ক : ভুল চিকিৎসার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী আফিয়া জাহান চৈতির মৃত্যুর পর চিকিৎসক লাঞ্ছনা ও সেন্ট্রাল হাসপাতালে ভাংচুরের প্রতিবাদে রোববার থেকে পাঁচ দিনের কর্মসূচিতে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এর মধ্য রয়েছে, সারাদেশে একদিন প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, মানববন্ধন এবং কালোব্যাজ ধারণ।

শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানান, রোববার ও আগামী বৃহস্পতিবার বেলা ১২ থেকে ১টা পর্যন্ত সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আগামী মঙ্গলবার সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে। এ ছাড়া প্রতিদিন সার্বক্ষণিক কালোব্যাজ ধারণ করবে চিকিৎসকরা। চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতাল ভাংচুরের প্রতিবাদে আগামী রোববার আবারও সভা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

বিএমএ মহাসচিব বলেন, ‘চিকিৎসদের অবহেলা দায়ী করে যে মামলা করা হয়েছে, তা প্রমাণ করতে হবে। অন্যথায় মামলাকারীদের সমস্ত ক্ষতিপূরণ ও দায়দায়িত্ব নিতে হবে।’