একাত্তরলাইভডেস্ক: ‘বেশ কিছুদিন ধরে রাত-দিন মংলা সমুদ্র বন্দরে কাটাচ্ছি। এখানে রোদে পুড়ছি এবং শত্রু পক্ষের সঙ্গে মারামারিও করছি। এভাবেই কাটছে দিনগুলি।’ আজ শনিবার দুপুরে সঙ্গে আলাপকালে এভাবেই কথাগুলো বলেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। মংলা বন্দরে কেন গিয়েছেন এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘এ প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে প্রেক্ষাগৃহে। তার মানে এখানে পাষাণ সিনেমার শুটিং করছি। আর শুটিংয়ের প্রয়োজনে রাত-দিন মারামারির দৃশ্যসহ নানা দৃশ্যের শুটিং করে যাচ্ছি।’তিনি আরো বলেন, ‘পাষাণ সিনেমার কাজ দারুণ হচ্ছে। আগামী ২১ অক্টোবর এ লটের শুটিং শেষে ঢাকায় ফিরব।’ ‘দেশা দ্য লিডার’ খ্যাত পরিচালক সৈকত নাসিরের নির্মিতব্য ‘পাষাণ’ শিরোনামের সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার ওম। ওম-মিম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন, বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন নির্মাতা সৈকত নাসির।এছাড়াও মিম অভিনীত ‘আমি তোমার হতে চাই’ শিরোনামের সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন, জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। তাছাড়া তারেক শিকদারের নির্মিতব্য ‘দাগ’ সিনেমা কাজ করছেন মিম। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি। ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় বাপ্পি-মিম ছাড়াও আরো অভিনয় করছেন আঁচল, ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রফিকুজ্জামান।
মংলা বন্দরে মিমের রাত-দিন

October 15, 2016