কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম বিভাগীয় কাস্টমস কমিশনার সৈয়দ গোলাম কিবরীয় বলেছেন,বাংলাদেশ এখন উন্নয়ন শীল দেশের সঠিক পথেই হাটছে। উন্নত দেশ গুলো যে সব উপরকণ ব্যবহার করে উন্নত হয়েছে তার সবগুলোই এখন বাংলাদেশে বিদ্যমান।
এছাড়া সাধারণ মানুষের মাঝে আগের মত ভ্যাট টেক্স নিয়ে ভীতি নেই। মানুষ এখন আগ্রহ নিয়ে ভ্যাট টেক্স দিচ্ছে তাই বাংলাদেশের কাঙখিত উন্নয়ন হচ্ছে। একই সাথে ভ্যাট টেক্স আদায়ের খেত্রে কাস্টম কর্মকর্তা এবং ব্যবসায়ি সমাজ উভয় পক্ষকে সহনশীল আচরন করার জন্য আহবান জানান।
তিনি ১৩ ডিসেম্বর বেলা ১২ টায় হোটেল ওসান প্যারাডাইজের হল রুমে কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের আয়োজনে আগামী দিনের ভ্যাট ও বাংলাদেশের সমৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় প্রধান অথিতির উপরোক্ত কথা বলেন।
এ সময় তিনি উপার সম্ভবনার জেলা কক্সবাজারের সমুহ উন্নয়ন অপেক্ষা করছে বলে সবাইকে জানান। কক্সবাজার বিভাগীয় কাস্টমস কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে বিশেষ অথিতির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট মোঃ কামরুজ্জামান, যুগ্ন কমিশনার মোঃ তাফছির উদ্দিন ভুঞা, কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি ওমর
সোলতান,সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার,কক্সবাজার চেম্বার এন্ড কমার্সের সহ সভাপতি সাবেদ উর রহমান সুমু,কক্সবাজার রেস্তোরা মালিক সমিতির আহবায়ক নঈমুল হক চৌধুরী টুটুল।
এ সময় ব্যবসায়িদের পক্ষ থেকে বলা হয় কক্সবাজারে অনেকে ফ্লাট বাড়ির নাম দিয়ে হোটেল ব্যবসা করছে,এছাড়া অনেকে জাহাজে বা ভাসমান ভাবে রেস্তোরা ব্যবসা করছে তাদের কাছথেকে কোন ভ্যাট টেক্স আদায় করা হচ্ছে না এতে সরকার বিপুল টাকা রাজস্ব হারাচ্ছে তাই তাদের টেক্সের আওতায় আনার দাবী জানানো হয়।
এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সার্কেলের রাজস্ব কর্মকর্তা ময়েজ উদ্দিন আহামদ, রাজস্ব কর্মকর্তা আবছার উদ্দিন, অনুষ্টান সঞ্চালন করেন সহকারী রাজস্ব কর্মকর্তা জোৎ আকতার ও এম সোলাইমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহ জালাল উদ্দিন।