এইচ এস সরোয়ারদী
ভোট এলেই নেতারা সব
ফিরে আসে গাঁয়,
ভোটের আগে সব নেতাকে
গাঁয়েই দেখা যায়।
ভোট এলেই নেতারা সব
ভোট চাইতে আসে,
শীতের সময় অতিথি পাখি
যেমন করে আসে।
ভোট এলেই সব ভোটারের
একটু কদর বাড়ে,
ভোট ফুরালেই নেতারা সব
গাঁয়ের মায়া ছাড়ে।
নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস
নবীগঞ্জ রেল লাইন, পোঃ-নবীগঞ্জ
বন্দর, নারায়ণগঞ্জ।