ভোটের আগে ৫টি জনসভা করবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানী ঢাকায় দুটি ও ঢাকার বাইরে তিনটিসহ মোট পাঁচটি জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এর বাইরে দশ জেলার নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ ডিসেম্বর দুপুর ২ টায় গুলশানে এবং ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় কামরাঙ্গীরচর মাঠে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী।

এছাড়া ঢাকার বাইরে তিনটি জনসভা করবেন শেখ হাসিনা।

২২ ডিসেম্বর সিলেট তিনটি মাজার জিয়ারতের পর দুপুর ২ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবং ২৩ ডিসেম্বর দুপুর ২ টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন শেখ হাসিনা।

পীরগঞ্জে যাওয়ার পথে রংপুর-২ নির্বাচনী এলাকায় (তারাগঞ্জ-বদরগঞ্জে) সকালে একটি জনসভায় অংশগ্রহণ করবেন বলেও জানান বিপ্লব বড়ুয়া।

এর বাইরে তিন দিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী।

বিপ্লব বড়ুয়া জানান, ১৮ ডিসেম্বর বিকাল ৩ টায় লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে নড়াইলে মাশরাফি বিন মর্তুজা, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসমাবেশ করবেন শেখ হাসিনা।

এছাড়া ৯ ডিসেম্বর বিকাল ৪ টায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়ায়, কক্সবাজারে সাইমুন সিদ্দিক কমলের নির্বাচনী এলাকা, পিরোজপুরের শ ম রেজাউল করিম এবং চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি বলেন, ২০ ডিসেম্বর সকাল ১১ টায় গাইবান্ধার ৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীর ওমর ফারুক এ নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

নির্ধারিত এলাকার নেতাকর্মীদের বাইরে ওই জেলার আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে বলেও জানান বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, ১৮ তারিখ সকাল ১০ টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এছাড়া ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিপ্লব বড়ুয়া।