একাত্তরলাইভ ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোটারের পেছনে সর্বোচ্চ ১০ টাকা খরচ করা যাবে। এমন বিধান রেখে বৃহস্পতিবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটার সংখ্যা যতই হোক না কেন, প্রার্থীর ব্যয়সীমা ২৫ লাখ টাকার মধ্যেই থাকতে হবে। নিবন্ধিত দলের প্রার্থী হলে দলের অনুদানও এর মধ্যে যুক্ত হবে।
শুক্রবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী মনোনয়নদানকারী রাজনৈতিক দল থেকে নেওয়া খরচসহ কোনো প্রতিদন্দি প্রার্থীর নির্বাচনি খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটার প্রতি নির্বাচিন ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হলো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। বাছাই হবে ২২ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।