‘ভোটারবিহীন কোনো নির্বাচন বাংলাদেশে হবে না’

একাত্তলাইভ ডেস্ক: ভোটারবিহীন কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন।নোমান বলেন, ‘অবৈধ অগণতান্ত্রিক সরকার গুম, খুন, আর ভোটবিহীন নির্বাচন করে আবার দেশের রাষ্ট্রক্ষমতায় যেতে চায়, আমরা যেটা হতে দিতে পারি না। ভবিষ্যতে ভোটারবিহীন কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে পারবে না।’দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে নোমান বলেন, স্বৈরাচারের সঙ্গে যখন জনগণের যুদ্ধ হয়, সেই যুদ্ধ কখনো সামনের দিকে এগিয়ে যায় আবার কখনো কখনো পিছিয়ে পড়ে, রাজপথ রক্তাক্ত হয়। কিন্তু সেই যুদ্ধে জনগণের বিজয় বারবার হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা বলছেন সার্কের প্রয়োজন নেই। আর এই সার্কের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে অকার্যকর করার মধ্য দিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে আরো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যা আমরা গ্রহণ করতে পারি না।’হান্নান শাহের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘তার মৃত্যু বিএনপির জন্য হঠাৎ বজ্রাঘাত। জিয়া পরিবারের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। তাকে হারিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের স্বাভাবিক মৃত্যু হয়নি দাবি করে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘তাকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগেও তাকে অবৈধ সরকারের মিথ্যা মামলায় বারবার আদালতে যেতে হয়েছে।’জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, শাহ মো. আবু জাফর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, চিত্রনায়িকা শায়লা, সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মোস্তফা গাজী দুদু প্রমুখ।