ভেনিস যুবলীগ এর বিজয় দিবস পালন

জাকির হোসেন সুমন,  ইতালী   :

বিজয়ের মাস ডিসেম্বর ,  ৪৫ তম মহান বিজয় দিবস উপলক্খে ইতালীর ভেনিস শাখা যুবলীগ আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।  সন্ধ্যা ৭ টায় ভেনিসের ১শ ৫৬  ভিয়া আলেয়ারদি সালা কলবে মিলনায়োতনে  ভেনিস যুবলীগের সভাপতি এরফান ছৈয়াল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঢালী সাহ আলম এর পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইতালী আওয়ামীলীগ  এর সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান ।  এ সময় নেএীবৃন্দ শহীদ দের স্বরনে দাঁড়িয়ে  এক মিনিট নিরবতা পালন করেন। সে সময় বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য  রাখেন ভেনিস আওয়ামীলীগ এর সভাপতি  শাহজাহান কবির ইদ্রিস ,  সাধারন সম্পাদক আবু নাসের ,  সহ সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল ,  রুহুল আমিন ।  অনিষ্ঠান চলা কালে টেলি কনফারেন্ছ এ বক্তব্য  রাখেন ইতালী যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করীম মৃধা ।  আরো বক্তব্য  রাখেন ভেনিস আওয়ামীলীগ  এর যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের খান ,  বাংলাদেশ এসোসিয়েশন ভেনিসের সভাপতি  মোহাম্মাদ আলী ,  ভেনিস আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক নিনি ,  ভেনিস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার  মোল্লা ,  স্ব্বাস্থ্য বিষয়ক সম্পাদক রতন ব্যাপারী  ।  অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য  রাখেন ভেনিস যুবলীগ  এর সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা কালু ,  বিশেষ  বক্তা ভেনিস যুবলীগের সহ সভাপতি আযাদ খান ,  দপ্তর সম্পাদক হান্নান হোসেন বাবু ,  ও সম্মানিত  সদস্য জাহাঙ্গীর দেওয়ান ।  পরিশেষে জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে  সাংস্কৃতিক অনুষ্ঠান সুরু করা হয়। অনুস্ঠানে  সঙ্গীত  ও নৃত্য পরিবেশন করেন  সাকিব ,  সাকিল।,  বিদ্যুৎ  মোহাম্মাদ আলী ,  ও শিশু  সঙ্গীত ও নৃগ্য শিল্পী বৃন্দ ।