জাকির হোসেন সুমন, ইতালী :
মহান বিজয় দিবস উপলক্খে ইতালীর ভেনিস শাখা বি এন পি আলোচনা সভার আয়োজন করে । গতকাল সন্ধ্যায় মেসরে ভিয়া দানতে র একটি হলে ভেনিস বি এন পি সভাপতি আব্দুল আজিজ সেলিম এর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মিশর খান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইতালী বি এন পি র সহ সভাপতি হাবিবুর রহমান মোল্লা , বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইতালী বি এন পি র আন্ত জাতিক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল । আলোচনা সভায় বক্তারা বলেন, টানা নয় মাস যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আমাদের চুরান্ত বিজয় অর্জিত হয় । যুদ্ধ চলাকালীন সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহসিকতার সাথে যুদ্ধ করেন। দেশের গনমানুষ স্বপ্ন দেখেছিলো একটি সুখি সমৃদ্ধ গনতান্এিক বাংলাদেশের। কিন্তু আজ আমাদের গঠনতন্ত্র নব্য বাকশালিরা আবারো দখল করে নিয়েছে , এদের করাল গ্রাস থেকে দেশকে উদ্ধার করতে হবে । এ সময় উপস্হিত থেকে বক্তব্য রাখেন, ভেনিস বি এন পি র সহ সভাপতি শফিক হাসান, মোঃ হোসেন আলী, মোঃ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক শমসের আকবীর পলাশ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশিক, সদস্য কিশোর, ফারুক হোসেন, আহমেদ জসীম, যুবদল নেতা খান আকবর প্রমূখ।