ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ শুরু

জাকির হোসেন সুমন ,  ইতালী  : প্রতি বছরের ন্যায় এ বছর ও গোল্ডকাপ  ক্রিকেট টুর্নামেন্ট  ছেরেছে  ভেনিস বাংলা স্কুল ।  আগামী কাল রবিবার সকাল সারে ১০ টা ইতালীর ভেনিস পিরাগেত্ব পার্ক  এ আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্ভোধন করবেন ভেনিস বাংলা স্কুল

এর সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার  ও স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ।   হতকাল রাতে লটারির মাধ্যেমে  ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট  এ অংশ গ্রহন কারী ১৬ টি দলে কে ৪ টি গ্রুপ  এ ভাগ করা হয় ।  এ  গ্রুপ  এ   ,  বি এফ সি ,   অল ষ্টার ,  এস

আর বি ১০০ বি , ও কুমিল্লা ভিক্টোরিয়াস ।  বি গ্রুপ  এ ,  বাংলা লিংক ,  আরজিনানো এ সি সি ক্রিকেট ক্লাব ,  নিউ ওয়াল্ড সার্ভিস  ভেনিস ,   ও ভৈরব একাদশ ।  সি গ্রুপ  এ ভেরোনা একাদশ ,  মনফালকুন একাদশ ,  এন টি এস ,  ও ফ্রেন্ডস ক্লাব ।  ডি গ্রুপ  এ শরীয়তপুর  সুপার ষ্টার ,  সি পি ডাব্লিউ  মারগেরা ,  জগন্নাথপুর একাদশ ,  ও দিপর স্মৃতি  স্বরনে একাদশ  অংশ নিবে ।